বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানার মাদক উদ্ধার টীম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মামলার আসামী সহ ২জনকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার(৮জুলাই) রাত ৯টার দিকে বাঘা পৌরসভাধীন আম চত্তর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সুমন ( ৪০)পিতা- মোঃ আব্দুল মজিদ ও
মোহাম্মদ সনেট (৪১)পিতা- মোঃ জমশেদ আলী, উভয়ের বাড়ী আরএমপি রাজশাহী বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায়।
আটক দুজনের নিকট সংরক্ষিত অবস্থায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, আটককৃতদের বিধি মোতাবেক অদ্য ৯ জুলাই সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । থানার রেকর্ডপত্র(সিডিআর) যাচাই করে অভিযুক্ত মোহাম্মদ সনেট এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতিপূর্বে মাদক ও চুরির ১৭ টি মামলা রুজু হওয়ার তথ্য পাওয়া গেছে।