বাঘায় পেশাদার চোরসহ গ্রেফতার ৩

0
20
বাঘায় পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন।

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযানে পেশাদার চোরসহ তিনজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে একজন চুরি যাওয়া মোবাইল সেট ও টাকাসহ ধরা পড়েছে এবং বাকি দুইজন আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১০ আগস্ট) রাতে বাঘা থানাধীন পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আড়ানী এলাকা থেকে গৃহে চুরি মামলার তদন্তে অভিযুক্ত পেশাদার চোর মোঃ জনি আলম (৩৬) কে চুরি যাওয়া মোবাইল সেট ও টাকাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া বাজুবাঘা ইউপির বড় ছয়খুটি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইমরান মারুফ (৩৫) এবং আড়ানী নুরনগর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিলন (২৭) কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here