বাঘায়  চুরিসহ ওয়ারেন্টভুক্ত  ৩ আসামী আটক

0
38
বাঘায়  চুরিসহ ওয়ারেন্টভুক্ত  ৩ আসামী আটক।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ বিভিন্ন মামলায় ৩জনকে আটক করেছে। চুরি মামলার দুইজন আসামী ও ওয়ারেন্টভুক্ত একজন আসামীসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে, গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বাঘা থানা পুলিশের বিশেষ একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযানে চুরিসহ ওয়ারেন্টভুক্ত তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো বাঘা উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা মোঃ ইস্তা মন্ডলের ছেলে মোঃ নাঈম (৩০), কলিগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ ফারদিন আহম্মেদ সমেন (২৪)এবং ওয়ারেন্টভুক্ত আসামী আড়ানী চকসিংগা এলাকার বাসিন্দা মোঃ মকবুলের ছেলে মোঃ জুয়েল আলী (৪৪)।

এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আটককৃতদের মধ্যে নাঈম ও ফারদিন এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত এবং জুয়েল আলী দীর্ঘদিন ধরে আদালতের মুলতবি ওয়ারেন্ট নিয়ে পলাতক ছিলেন। আটককৃতদের ৩জনকে অদ্য শুক্রবার ২৪ জুলাই সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here