বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানায় ৫ জন পুলিশ সদস্য ৩১ বছর চাকুরীর সময় পার করলেন এমন খবর পাওয়া যায়। বাঘা থানায় কর্মরত রয়েছেন ১জন এসআই,২জন এএসআই এবং ২জন কনস্টেবল।
আজ শুক্রবার(১আগষ্ট) বাদ জুম্মা বাঘা থানা মসজিদে দীর্ঘ ৩১বছর চাকুরীর শেষে ৩২ বছরে পদার্পণ উপলক্ষে দোয়ার আয়োজন ও মিষ্টি মুখ করা হয়।
পুলিশের চাকরিতে সাধারণত দীর্ঘ সময় কাজ করার সুযোগ থাকে। বাংলাদেশের সরকারী বিভিন্ন দপ্তরে সপ্তাহে ২দিন ছুটি থাকে। কিন্তু পুলিশ বাহিনীতে প্রায় ২৪ ঘন্টায় সপ্তাহে ৭দিন রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকতে হয়। যদিও প্রতিটি পুলিশ সদস্যের জন্য ঘন্টা হিসাবে ডিউটি ভাগ করা থাকলেও অন্য দপ্তরে ন্যায় সপ্তাহিক ছুটি ভোগ করতে পারে না। অনেক পুলিশ সদস্য তাদের কর্মজীবন যৌবনের ৭০ভাগ সময় এই পেশায় কাটান। ৩১ বছর একটি উল্লেখযোগ্য সময়, যা একটি মানুষের কর্মজীবনের সম্পুর্ন বড় অংশ জুড়ে থাকে।
বাংলাদেশ পুলিশ বাহিনীর ৫৫ ব্যাসের ৫ জন সদস্য নির্ভীক উদ্দিপনায় ৩১বছরের চাকুরী শেষে ৩২শে পদার্পণ করেছেন।
বাংলাদেশ পুলিশ বাহিনীর ৩১ বছরের সুদক্ষ অভিজ্ঞ নির্ভীক সদস্য গণ হলেন,এসআই মোঃ আবুল কালম,এএসআই মোঃ আব্দুস শুকুর মোল্লা,এএসআই মোঃ জুলফিকার আলী,পুলিশ কনস্টেবল মোঃ আনোয়ার হোসেন,কনেস্টেবল মোঃ মোজাহারুল ইসলাম। সকলেই বর্তমানে বাঘা থানা রাজশাহীতে কর্মরত রয়েছেন।
৩১বছর চাকরি করার ফলে একজন পুলিশ সদস্য অনেক অভিজ্ঞতা অর্জন করেন। তারা বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করার এবং বিভিন্ন ধরণের মানুষের সাথে ভালো-মন্দ,তিক্ত অভিজ্ঞতা লাভ করেন।সাধারণত, পুলিশ সদস্যদের একটি নির্দিষ্ট বয়স বা চাকরির মেয়াদে অবসর নিতে হয়। ৩০ বছর চাকরি করার পর, তারা অবসর গ্রহণের জন্য যোগ্য হতে পারেন।দীর্ঘ সময় ধরে যারা পুলিশ বাহিনীতে কাজ করেন, তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদক বা সম্মাননা দেওয়া থাকে।
এবিষয়ে, বাঘা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান সাংবাদিক এম ইসলাম দিলদার কে বলেন, আমি বাঘা থানায় আজকে ৩২ বছরে পদার্পণ ৫জন গর্বিত পুলিশ সদস্যকে একসঙ্গে পেয়েছি।তাদের চাকুরীর বাকী সময়টুকু সন্মানের সহিত জনসাধারণের সেবা দিয়ে নিজেরাও সন্মানিত হবেন এটি আশা করছি।সকলের উন্নত জীবন ও মঙ্গল কামনা করছি আমি। থানা পুলিশের সকলকে সঙ্গেনিয়ে আমরা মসজিদে দোয়া করেছি।