বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থ আত্মসাৎ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাঘা উপজেলাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অর্থ আত্মসাতের মামলায় বাঘা উপজেলার মোঃ রানা আহমেদ (২৯) কে আটক করা হয়।
এছাড়াও, বাঘা নতুন বাসস্ট্যান্ডে এলাকায় জনগণের সহায়তায় পৃথক অভিযানে মাদকসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম (৫২), মোছাঃ সীমা বেগম (৩৭), মোঃ শিহাব আলী (২০), মোছাঃ রানু বেগম (৫৫) ও মোঃ হোসেন আলী (৪০) কে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে মাদকদ্রব্য হিরোইন জব্দ করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন,আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে যথাযথ নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।