বাঘা(রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৬ জন।
গত বৃহস্পতিবার ৩ জুলাই দিবাগত রাতের পৃথক পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রোমান সরদার (৩২) পিতা- নওশাদ সরদার, আড়ানী- গোচর, মোঃ আঃ রহিম , পিতা- মৃত আছেন আলী, মনিগ্রাম ইউপির – ভানুকর, (সাজাপ্রাপ্ত) মোঃ জয় আহাম্মেদ লিখন, পিতা- মোঃ এখলাছ মন্ডল, পাকুড়িয়া- আলাইপুর, মোসাঃ শিরিনা খাতুন, স্বামী- মোঃ হাফিজুর রহমান, মনিগ্রাম- হরিরামপুর, মোঃ হাফিজুর রহমান, পিতা- মোঃ শামসুল হুদা, মনিগ্রাম – হরিরামপুর এবং মোঃ মাসুদ রানা, পিতা- মোঃ মাজদার, সাং- ভানুকর,(সাজাপ্রাপ্ত) আটককৃত সকলেই রাজশাহীর বাঘা থানাধীন।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন,থানার চৌকস পুলিশ অফিসার ও ফোর্সসহ বিশেষ টিমের বৃষ্টি ও রাতের অন্ধকারের মধ্যে হুকুম পালন করছেন। পৃথক ভাবে থানাধীন বিভিন্ন এলাকা হতে ৬জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।