বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় বিশেষ অভিযানে ৮ জন ওয়ারেন্ট ভুক্ত হ্যাকিং ও প্রতারণা মামলার পালাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর বিশেষ অভিযানে হ্যাকিং ও প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ মিনারুল ইসলাম(২২), পিতা-মো: জাবেদ আলী, মো: মিজানুর রহমান পলাশ(২৮), পিতা-মো: মামুন আল হক, মো: আনারুল ইসলাম(৩৮), পিতা-মো: রুহুল আমিন,সর্বসাং-হাবাসপুর, মো: পিয়াস ইসলাম(২০),পিতা-মো: তেতুল উদ্দিন, সাং-উত্তর মিলিক বাঘা ও মো: আলামিন ওরফে আল আমিন(২২), পিতা-মো: মজিবর রহমান,সাং-মুর্শীদপুর এবং অন্যান্য জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী, মো: লালন ওরফে আনারুল ইসলাম(৩৪),পিতা-মৃত-আলীম ওরফে আলী মন্ডল,সাং-কিশোরপুর, বিলপাড়া, সিআর ওয়ারেন্টভূক্ত আসামী, মো: রাজীব গাজী(২৪),পিতা-মৃত- আ: কাশেম গাজী, সাং-ঝিনা এবং নিয়মিত মামলার অভিযুক্ত, মো: বিদ্যুত প্রামানিক ওরফে গাদি(৪৫),পিতা-আহম্মদ প্রামানিক,সাং-কেশবপুর,সর্বথানা-বাঘা,জেলা-রাজশাহী গণকে আটক করে আজ (০৭ সেপ্টেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার (০৭ সেপ্টেম্বর ) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।