হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে “One Tree for One Student” কর্মসূচি: শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ

0
2
হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে “One Tree for One Student” কর্মসূচি: শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ।

বাঘা উপজেলা প্রতিনিধি: আজ ২৫ সেপ্টেম্বর দুপুর ১২.৩০ ঘটিকায় সময় হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রায় ২০০টি ফলজ গাছ বিতরণ করা হয়েছে। “One Tree for One Student” কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উদ্যোগটির অর্থায়ন করেছে আন্তর্জাতিক সংস্থা One Tree Planted (USA)। আয়োজন করে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন, আর পুরো কার্যক্রম বাস্তবায়ন করেছে ত্যাগী ভলান্টিয়ার।

উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মধ্য দিয়ে শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতার মানসিকতায় গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, “যত্ন করে গাছগুলো বড় করলে একদিন এগুলোই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, “One Tree for One Student” প্রকল্পটি পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও উপজেলাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পরিবেশবিদদের মতে, এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাতেই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সামাজিকভাবে দায়িত্ববোধ, সহানুভূতি ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। “One Tree for One Student” কর্মসূচি তাদের পরিবেশবান্ধব উদ্যোগের একটি নতুন সংযোজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্যাগী ভলান্টিয়ারদের সদস্য মাহফুজ আহমেদ, যুবায়ের আমিন, রাজু আহমেদ, শিমুল রানা, আবির মাহমুদ তূর্য সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here