সিরাজগঞ্জ ডিবি পুলিশের হাতে ২ জন ইয়াবা কারবারি আটক

0
67
১৫০০ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশ সিরাজগঞ্জ কর্তৃক ০২ জন মাদক কারবারি আটক।

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ কামারখন্দ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করাকালে ০৬/০৩/২০২৫ খ্রিঃ সময় ০৯.৫০ ঘটিকায় কামারখন্দ থানাধীন ভদ্রঘাট ইউনিয়নের অন্তর্গত কুটিরচর গ্রামস্থ মোঃ সোবহান (৭৫), পিতা-মৃত দারগা আলী শের এর দোকানের সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিয়ে অবস্থান করাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি ধৃত আসামী ১। মোঃ সেলিম রেজা(৩৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-কুটিরচর মধ্যপাড়া ও ২। মোঃ আমিরুল ইসলাম(৩৩), পিতা-মোঃ শামসুল ইসলাম, সাং-কুটিরচর পূর্বপাড়া, উভয় থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে আটকপূর্বক তল্লাশি করে তাদের নিকটে থাকা ১,৫০০(পনের শত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here