মাগুরায় শিশু ধর্ষণ মামলায় ভগ্নিপতিসহ ৪ জনকে গ্রেফতার

0
72
ফাইল ছবি:মাগুরায় শিশু ধর্ষণ মামলায় ভগ্নিপতিসহ ৪ জনকে গ্রেফতার।

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে আসা এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে আজ শনিবার বেলা ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

ওসি জানান, মামলায় চারজনকে আসামি দেখানো হয়েছে। তাঁরা হলেন শিশুটির বড় বোনের শ্বশুর-শাশুড়ি ও তাঁদের দুই ছেলে।

এজাহারে বাদী অভিযোগ করেন, চার মাস আগে তাঁর বড় মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই তরুণীকে কুপ্রস্তাব দিতে থাকেন শ্বশুর। ঘটনাটি জানতেন অন্য আসামিরা। ১ মার্চ বাদীর ছোট মেয়ে (৮) তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। এরপর ৬ মার্চ বড় মেয়ে মোবাইল ফোনে মাকে জানান, তাঁর ছোট বোন অসুস্থ।

খবর পেয়ে বাদী বড় মেয়ের শ্বশুরবাড়ি যান এবং জানতে পারেন, তাঁর ছোট মেয়ে ৫ মার্চ রাতে বড় মেয়ে ও তাঁর স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিল। গভীর রাতে বড় মেয়ে ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি জানায়, তার যৌনাঙ্গে ব্যথা শুরু হয়েছে, এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে ফরিদপুর ও ঢাকায় নেওয়া হয়। মামলার বাদী উল্লেখ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ছোট মেয়ের জরুরি চিকিৎসা চলছে এ জন্য মামলা করতে দেরি হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি আইয়ুব বলেন, আসামি সবাই গ্রেপ্তার হয়েছেন, তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here