বড়াল নিউজ বাঘা উপজেলা প্রতিনিধি: বাঘায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার শিক্ষার্থীর মা বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুর বেলায় উপজেলার চকছাতারী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। বাড়িতে পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের মোঃ জয় হোসেন (১৮) ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ঐ শিশুকে ধর্ষণ করে।