বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলাধীন থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার শ্রী নিমাই মন্ডলের ছেলে শ্রী সুমন মন্ডল (২৫) এবং মোঃ জফির উদ্দিনের ছেলে মোঃ জুয়েল মাহমুদ জিয়া (৪৪)। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক পৃথক অভিযানে উপজেলাধীন আড়ানী ঝিনা এলাকা থেকে মোঃ আলম হোসেনের ছেলে মোঃ টনি ইসলাম(১৯) এবং আইনের সাথে সংঘাতে জড়িত (শিশু কিশোর) লামিমুল ইসলাম মৃদুল(১৭) পিতা মোঃ লিয়াকত আলী, থানা পুলিশ গ্রেফতার করে। এসময় তাদের উভয়ের কাছেই ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে,বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আছাদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে থানাধীন আড়ানী পৌরসভা এলাকার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আজ মঙ্গলবার ২৭ মে জেলা বিজ্ঞ আদালতে আসামীদ্বয়কে প্রেরণ করা হয়েছে।আলাদা ভাবে তাদের নিকট ৫০ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।