বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা জিরো পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দূস্থদের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার (২জুন) দুপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের আয়োজনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
সাবেক যুবদলের সভাপতি ও বাঘা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন উজ্জ্বল সাবেক যুগ্ন আহবায়ক জেলা যুবদল ও সাবেক যুগ্ন সম্পাদক জেলা বিএনপি,সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন খান,মুজিবুর রহমান জুয়েল, সাবেক সভাপতি কলেজ ছাত্রদল ও খন্দকার শপিং কমপ্লেক্স সভাপতি সিরাজুল ইসলাম সেন্টু,সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আশরাফুলদৌলা,সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন সরকার, হিমেল,পিয়াস,আরিফসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত হয়।
দুপুরে স্থানীয় মাদ্রাসা ও মসজিদে বাদ যোহর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া ও তাবারক বিতরণ করা হয়। পৃথক ভাবে বাঘা জিরো পয়েন্টে আলোচনা সভা ও দোয়ার আয়োজন শেষে উপস্থিত সকলের মাঝে প্যাকেট খাবার বিতারণ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। পরে দিন ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিন দিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়, লাখ লাখ শোকার্ত মানুষ শেরেবাংলা নগরে তার জানাজায় শরিক হন। ঢাকায় শহীদ জিয়াউর রহমানের নামাজে জানাজায় লোকসমাগম ও লাখ লাখ লোকের শোকাহত উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছে।জাতীয় সংসদ ভবন চত্বরে শহীদ জিয়াউর রহমানকে সমাহিত করা হয়। যা বর্তমানে “জিয়া উদ্যান” হিসেবে প্রতিষ্ঠিত।