বাঘা উপজেলা ও পৌরতে ভিজিএফ চাল পেলো ১৪১৩০ পরিবার

0
87
বাঘা উপজেলা ও পৌরতে ভিজিএফ চাল পেলো ১৪১৩০ পরিবার।

বাঘা,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা ও পৌরসভায় গরীব ও অসহায়দের জন্য সরকারী বরাদ্দের ঈদের উপহার হিসেবে মানবিক সহায়তা ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।বাঘা পৌরসভা সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে ২ দিনব্যাপি পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শত ২১টি ভিজিএফ কার্ডে মঙ্গলবার ও বুধবার পৌরসভা  জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার  ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু করেন।বুধবার(৪ জুন)উপজেলার তথ্য মতে,বাঘা পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ ভুক্তভোগী পরিবার রয়েছে।প্রথমদিন গত মঙ্গলবার ১-৫ নং ওয়ার্ডে ও আজ বুধবার ৬ -৯ নং ওয়ার্ড চাল বিতরণ করা হয়েছে।বাঘা পৌরসভার চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন,সহকারী প্রকৌশলী মোঃতাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃমুকুল হোসেন, হিসাব শাখার হাসান,অফিস সহকারী  মোঃ আকরাম হোসেন ও প্রজেক্ট ইন্জিনিয়ার মোঃখালেকুজ্জামান।

বাঘায় প্রকল্প কর্মকর্তার মাহমুদুল হক সুত্রে তথ্য,মঙ্গলবার থেকে ২ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে চাল বিতরণ শুরু করা হয়েছে।আড়ানী ও বাউসা ইউনিয়ন ২টি বাদে বাকী সকল দায়িত্বপ্রাপ্ত প্রশাসকগণ ভিজিএফ এর চাল বিতরণ করেন মঙ্গলবার ও বুধবার। 

বাঘা পৌরসভাতে ৪৬২১, আড়ানী পৌরসভাতে ৩০৮১,বাজুবাঘা ইইনিয়নে ৬৬৩,গড়গড়ী ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১০১৬, মনিগ্রাম ইউনিয়নে ১৪৮২,বাউসা ইউনিয়নে ১৪২৫,আড়ানী ইউনিয়নে ৫২২ এবং চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভুক্তভোগী পরিবার মাঝে চাল বিতরণ করা হয়।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার  বলেন, দুইদিনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গরীব ও অসহায় পরিবার মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করতে পেরেছি।আজ বুধবার(৪ জুন) বিতরণ শেষদিন ভুক্তভোগী পরিবার চাল পেয়ে তারা খুশী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here