নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

0
29
ছবি: সংগীত: নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত।

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম মো.ইব্রাহিম(৪০)। তিনি সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।

বুধবার রাতের কোনো এক সময় ইব্রাহিম সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে যান। বৃহস্পতিবার ভোরে তিনি একজোড়া মহিষ নিয়ে ফেরার পথে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করে গ্রামবাসী।

ঘটনাটি ২২৮ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে ঘটেছে। পরে বৃহস্পতিবার দুপুরে বিএসএফ সদস্যরা ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনার সত্যতা যাচাই চলছে। বিস্তারিত জানতে আমরা খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে বলেও জানান তিনি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, আর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে ‘নির্বিচারে’ গুলি ছোড়া বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে আসছে। এই ঘটনার পর ফের সে দাবি জোরালো হয়েছে।

বিজিবি পক্ষথেকে জানায়, ঘটনার পরপরই বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বৈঠকের সময় এখনও নির্ধারণ হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here