বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানা পুলিশের মাদক উদ্ধার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ২০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে আটক করেছে।
গত শনিবার(৬ জুলাই) বাঘা থানাধীন গড়গড়ি ইউপি সুলতানপুর এলাকায় এ অভিযান চালিয়ে মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ মনসুর আলী (৫০) কে আটক করা হয়। তার কাছ সংরক্ষিত ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে বাঘা পৌরসভাধীন বাজুবাঘা নতুনপাড়া এলাকার আজিজুল(৪২)তিনি দীর্ঘদিন ধরে সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন বলে জানা যায়।
এবিষয়ে,বাঘা থানায় ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, ফেন্সিডিলসহ ১জন ও ওয়ারেন্ট ভুক্ত ১জনকে সোমবার(৭ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাঘা থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।