রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে নিম্নমানের ‘খাবারপানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা

0
8
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা।

রাজশাহী প্রতিনিধি: বিএসটিআই’র অভিযানে নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার)’ এবং নিম্নমানের ‘ব্যাটারী পানি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় হলিদাগাছী এলাকায় অবস্থিত ‘ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮’ মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুণগত মানসনদ প্রাপ্তির পূর্বে সকল প্রকার উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।

রাজশাহীর চারঘাট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র বিভাগীয় অফিসের সার্টিফিকেশনের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here