বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা থানায় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে থানা কম্পাউন্ডে চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আ. ফ. ম. আছাদুজ্জামান থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে চুরি ও মাদক প্রতিরোধে পুলিশকে আরও কার্যকরভাবে সহায়তা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গত তিন মাসে পুলিশিং কার্যক্রমে সর্বোচ্চ সহায়তাকারী হিসেবে নির্বাচিত ৭ (সাত) জন গ্রাম পুলিশ সদস্যকে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে থানার পক্ষ থেকে পুরস্কার হিসেবে একটি করে বাঁশি ও ছাতা প্রদান করা হয়।এছাড়াও, থানার পেট্রোল গাড়ীর দুইজন গাড়িচালককে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি ছাতা প্রদান করা হয় ।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ. ফ. ম. আছাদুজ্জামান বলেন, গ্রাম পুলিশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং তথ্য প্রদান পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী করে তোলে। আমরা চাই তারা আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুক।থানা এলাকার সার্বিক নিরাপত্তা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বিত প্রচেষ্টা চলমান থাকবে বলেও জানান তিনি।