বাঘায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন

0
14
বাঘায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন।

বাঘা,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির উপজেলা ও পৌরসভা শাখার কমিটি গঠন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(৩০) আগস্ট সকাল ১০টায় বাঘা মাজার মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা ফাজির মাদ্রাসার সাবেক অধ্যক্ষ  মাওলানা আঃ গফুর মিঞা। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা কমিটির সভাপতি মাওলানা শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতী আতীকুর রহমান এবং রাজশাহী মহানগর কমিটির সভাপতি মুফতী আজমল হুসাইন।

সম্মেলনে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। এটি কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। ইসলাম, কুরআন-সুন্নাহর শিক্ষার সুরক্ষা, মাদ্রাসা শিক্ষার প্রচার-প্রসার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ সংগঠন কাজ করছে। তারা আরও বলেন, দেশের যে কোনো সঙ্কটকালীন সময়ে ইসলাম রক্ষায় হেফাজতের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

পরে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঘা উপজেলা ও পৌরসভা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হন মাওলানা কামরুজ্জামান। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাওলানা ওমর ফারুক ও মুফতী আশরাফ আলী। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবু উবাইদা ও মাওলানা নাজিম উদ্দিন। এছাড়া সাধারণ সম্পাদক মাওলানা রহিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল, অর্থ সম্পাদক মাওলানা ওমর এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু বক্কর।

সম্মেলনে রাজশাহী জেলা কমিটির সভাপতি মাওলানা শহীদুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে করে প্রতিটি ইউনিট থেকে ইসলামের সঠিক দিকনির্দেশনা সমাজে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here