বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের তল্লাশিতে দুইটি বিদেশী পিস্তল,৪টি ম্যাগাজিন ও ৮রাইন্ড গুলি উদ্ধার হয়েছে। উপজেলার চকছাতারি গ্রামের জনৈক মোঃ রাকিব বাড়ির সামনে পাকা রাস্তায় স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান সরাসরি নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত সুপ্রভাত মন্ডল, এসআই মোঃ মহিদুল ইসলাম, এসআই মোজাম্মেল হক,এসআই সিফাত রেজা,এএসআই মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ বাঘা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে ২টি বিদেশি পিস্তল সহ ১জনকে আটক করা হয়।
বাঘা থানাধীন পৌরসভার অন্তর্গত চকাছাতারী গ্রামের বাঘা হতে আলাইপুরগামি জৈনক মোঃ রাকিব খান বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামি মোঃ নয়ন খান (১৮) পিতা- মোঃ মামুন মন্ডল, মাতা- মোসা- ময়না বেগম, গ্রাম-ডিগ্রীর চর,থানা-দৌলতপুর জেলা কুষ্টিয়া কে আটক করা হয়। আকটকৃত নিকট সংরক্ষিত ১টি গরুর গোস্তের ব্যাগের ভিতর অভিনব কায়দায় ০২ (দুই)টি বিদেশি পিস্তল,০৪ (চার)টি ম্যাগাজিন এবং ০৮ (আট) রাউন্ড তাজা গুলি উদ্ধার করে বাঘা থানায় নিয়ে আসেন পুলিশ।
পুলিশ সূত্রে,গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ ওই এলাকায় চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান বলেন,গ্রেফতারকৃতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।