
বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ট্রাস্টফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের সহযোগিতা করে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে গ্রুপ অনুযায়ী তামাক বিষয়ক সচেতনতা মুল্যক আলোচনা ও কাজ সকলের মাঝে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক, বর্তমান আইন, আইন বাস্তবায়নে করণীয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা তথ্য তুলে ধরা হয়।
প্রশিক্ষণে কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতাম, মাধ্যমিক অফিসার মীর মোহাম্মদ মামুনূর রহমান, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার সকল ক্লাবের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।