বাঘায় হত্যা মামলার আসামী কে  হাতুড়ি-রড দিয়ে মেরে আহত

0
460
বাঘায় হত্যা মামলার আসামী কে  হাতুড়ি-রড দিয়ে মেরে আহত।

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলাধীন বাউসা ইউনিয়নের দীঘা বাজারে হত্যা মামলার আসামীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারার ঘটনা ঘটিয়েছে। 

বুধবার(১৬ এপ্রিল) সন্ধ্যার সময় উপজেলাধীন দীঘা বাজারে টাওয়ার মার্কেটের সামনে আবির আহমেদ (২০) নামের একজন কে হাতুড়ি ও লোহার রোড দিয়ে মেরে গুরুতর যখমের  ঘটনাটি ঘটেছে। 

মোঃ আবির আহমেদ (২০) 

পিতাঃ মোঃ আশাদুল ইসলাম বাউসা ইউনিয়নের দিঘা গ্রামের বাসিন্দা বলে পরিচয় পাওয়া গেছে।

আহত অবস্থায় আবির কে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। খবর পেয়ে আবিরের পিতা মাতা ও আত্নীয় স্বাস্থ্য কমপ্লেক্স পৌছালে গুরুতর আহত হওয়াতে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মোঃ আবির আহমেদ প্রায় ২ বছর  পূর্বে খাকছার আলী নামে এক ব্যাক্তিকে হাসুয়া দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন। উক্ত হত্যাকাণ্ডে তিনি দীর্ঘ সময় রাজশাহী জেল হাজতে ছিলেন। গত ০৫ মাস পূর্বে জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন।পূর্ববতী ঘটনার জেরে হত্যাকৃত খাকছারের আত্নীয় ও চাচাতো ভাই তাকে মারধরের ঘটনায় জরিত ছিলেন বলে প্রাথমিকভাবে আবিরের বাবা জানান। 

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন,বাউসা ইউনিয়নের দিয়া বাজারে আবির কে মারার ঘটনাকে কেন্দ্র করে এখনো থানায় কোন ধরনের অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here