বাঘা থানা পুলিশ-র‍্যাব কর্তৃক আটক ৪

0
442
বাঘা থানা পুলিশ-র‍্যাব কর্তৃক আটক ৪ জন

বাঘা,রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর বাঘা থানা পুলিশ উপজেলাধীন আড়ানী পৌরসভার  শাহাপুর এলাকা থেকে সোমবার(২৫ মে) রাতে আসামি মো: মানিক ফকির (৪৯) পিতা -মৃত আজাহার ফকির ও মো: বিজয় আলী (২২) পিতা -মৃত ইমান শাহ উভয়কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসেন।

রাজশাহী র‍্যাব-৫ কর্তৃক বাঘা থানাধীন মীরগঞ্জ মাদক প্রবল এলাকা থেকে ২৫ মে রাতে দুজনকে ইয়াবা সহ আটক করে থানা হেফাজতে দেয়। মোঃ তানভীর আলম ওরফে সাফিন(১৯) পিত -মো: সারোয়ার আলম অপরজন  মো: রাকিব হোসাইন (২২) পিতা-মো: আব্দুল হাকিম উভয় সাং-লালপুর (রামকৃষ্ণপুর), থানা- লালপুর- নাটোর তল্লাশি করে ২৪ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়।

এবিষয়ে,বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আছাদুজ্জামান বলেন,র‍্যাব-৫ এবং বাঘা থানা পুলিশ কর্তৃক আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আজ সোমবার ২৬ মে জেলা বিজ্ঞ আদালতে আসামীদ্বয়কে সোপর্দ করা হয়েছে।তাদের নিকট হতে ২৪ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here