বাঘা উপজেলা ছাত্রশিবির এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

0
17
বাঘা উপজেলা শাখা ছাত্রশিবির এসএসসি শিক্ষার্থীদের এপ্লাস পাওয়ায় সংবর্ধনা প্রদান।

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে এপ্লাস অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা শাখা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২শত এপ্লাই প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা শাখার সভাপতি আব্দুল জাব্বার এবং সঞ্চালনা করেন বাঘা উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. শাহিনুজ্জামান (বিসিএসআইআর, ঢাকা), উত্তরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (অ্যাডজান্ট) ও ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি মো. রুবেল আলী, রাজশাহী মহানগর শাখার অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারি আব্দুর রব, জেলা অফিস সম্পাদক আব্দুল মোমিন, জেলা প্রকাশনা সম্পাদক ফায়সাল আহমেদ, উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলামসহ বাঘা উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের আরও শৃঙ্খলিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।” বক্তারা আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদেরকে সঠিক পথে পরিচালিত করা প্রত্যেকের দায়িত্ব।পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। সংবর্ধিত শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে জানান, এ সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা যোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here