বাঘায় ব্র্যাক এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

0
33
বাঘায় ব্র্যাক এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ব্র্যাকের উদ্যোগে এক দিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(৩০ জুলাই) সকাল ১০টার দিকে বাঘা পৌরসভাধীন এলাকায় ব্র্যাক কার্যালয় চত্তরেই চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

দেখা যায়,রাজশাহীর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোসাঃ ফারজানা সুলতানা এম বিবিএস(রাজ)ডিএমইউ(রাজ) রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে।

বাঘা উপজেলার ব্র্যাক কার্যলয় চত্বরে চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষাসহ চশমা বিতরণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পে আগত রোগীদের ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন রোগের পরামর্শ প্রদান করা হয়।

এ সময় ব্র্যাকের ঊর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) রাজশাহী-২ অঞ্চল মোঃ সেরাজুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক(লিড জেনারেশন) রাজশাহী- মোঃ নাজমুল হক, এলাকা ব্যবস্থাপক (দাবি) বাঘা এলাকা রাজশাহী মোঃ জহুরুল ইসলাম,বাঘা শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ মহিউল ইসলাম সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাঘা শাখা ব্র্যাক অফিসে করিমা বেগম (৬৩) চক্ষু পরীক্ষা করিয়ে ফ্রী একটি চশমা পেয়ে খুশি।

মোছাঃ সাবিনা ইয়াসমিন(৫৫) চোখে ঝাপসা দেখেন ও পানি পড়ে এজন্য ফ্রি চশমা ও সেবা পেয়ে খুবই আনন্দ বলে জানান। নাজমা বেগম(৫০) ব্রাক অফিসের সদস্য চোখ দেখাতে এসেছেন,তার চোখে আগের অপারেশন করা আছে,,তিনিও বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পেয়ে খুঁসি হন। আশরাফ আলী (৬৮) বাঘা ব্রাক অফিসে এসে ফ্রি চোখ দেখিয়ে সে শান্তি পেয়েছে  বলে জানান।  শিখা রানী দাস চোখ দেখাতে এসেছেন বিনামূল্যে চোখ দেখে ও চশমা পেয়ে তিনিও খুশি হন ব্র্যাক অফিসের প্রতি। 

ঊর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) রাজশাহী-২ অঞ্চলের মোঃ সেরাজুল ইসলাম বলেন,

ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ হাজার হাজার গ্রামীণ জনসাধারণের চোখ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশ ব্যপী এই ফ্রী চক্ষু চিকিৎসা প্রদান করার জন্য। ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন চলমান রাখবেন বলে আশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here