বাঘায় শিক্ষকের বাড়িতে দিনে দুপুরে চুরি,গণধোলাই শেষে চোর থানায়

0
27
বাঘায় শিক্ষকের বাড়িতে দিনে দুপুরে চুরি,গণধোলাই শেষে চোর থানায়।

বাঘা উপজেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রাম এক প্রধান শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে চোরেরা। স্থানীয়দের তৎপরতায় এক চোরকে হাতেনাতে আটক করা হলেও আরেকজন সুযোগে পালিয়ে গেছে।

গত মঙ্গলবার (১২ আগস্ট) দিনেদুপুরে চুরির ঘটনা ঘটিয়েছে দিই চোর। জানা গেছে আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বাড়িতে এই চুরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক দিনে স্কুলে অন্য সদস্যরা বাহিরে  থাকায় দুই চোর ফাকা বাড়ীর প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ীর প্রধান ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং আনুমানিক ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নেয়।

চুরি শেষে দুই চোর পালানোর সময় স্থানীয়দের নজরে পড়ে যায়। এতে এলাকাবাসী দ্রুত ধাওয়া করে একজন চোরকে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। অন্যজন পালিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালস্কার নিয়ে।

গণধোলাই শেষে আটকৃত চোরকে বাঘা থানা পুলিশের হাতে তুলে দেয়।পরে জিঙ্গাসাবাদে জানা যায় চারঘাট উপজেলার সরদাহ মুক্তারপুর এলাকার বাসিন্দা দুই চোরের। এ ঘটনায় পুরে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাঘা থানার অফিসার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল বলছেন, সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় থানা পুলিশ টহল বৃদ্ধি করেছেন। আড়ানী এলাকা হতে এক শিক্ষক এর বাড়ী চুরির ঘটনায় এক চোরকে থানায় দিয়েছিল আমরা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ১৩ আগস্ট সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here