
বড়াল নিউজ রাজশাহী প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের শহীদ আলী রায়হানের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি মোঃ রুবেল আলী এবং সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে রাজশাহী কলেজের একমাত্র শহীদ আলী রায়হান ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ছাত্রলীগ, পুলিশ ও ফ্যাসিস্ট আওয়ামী বাহিনীর যৌথ হামলায় মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ৮ আগস্ট তিনি শাহাদাত বরণ করেন। শহীদ আলী রায়হান ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক। তিনি জুলাই আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব প্রদান করেন ।