পুঠিয়ায় জেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

0
14
পুঠিয়ায় জেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন মাসুদুর রহমান স্বজনের।

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন এর নেতৃত্বে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক ইউনিট পুঠিয়া উপজেলায় বৃক্ষরোপণ করা হয়।

পুঠিয়া উপজেলা পার্কে এবং পুঠিয়া রাজবাড়ী চত্তরে এই গাছ লাগানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান, যুবনেতা আল আমিন,মাহার ফকির, জাহাঙ্গীর হোসেন জেমস, আহসান হাবিব,শামিউল শামিম সহ পুঠিয়া উপজেলা ও পৌরসভা যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার লক্ষ্যে আমরা এই বৃক্ষরোপণ করছি,আমি পর্যায়ক্রমে ২৩ টি ইউনিটে কমপক্ষে ৫০হাজার গাছ লাগাবো। তিনি আরও বলেন ধানের শীষের বিজয় এর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here