বড়াল নিউজ বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী প্রথমবারের মত আয়োজন হলো প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষকদের নিয়ে আলোচনা সভা।
উক্ত আলোচনা সভা আয়োজন করেন আড়ানী পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব তোজাম্মেল হক। তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রাইভেট কোচিং সেন্টার গুলোর সকল শিক্ষকমন্ডলী উপস্থিত হয় এবং প্রাইভেট কোচিং সেন্টার গুলোর বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রাইভেট কোচিং সেন্টার গুলোর শিক্ষকমন্ডলীরা জানান, প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষকদের সবাই হেয় নজরে দেখে কিন্তু এই প্রথম তাদের জন্যে কেউ এরকম সম্মানজনক কিছু আয়োজন করেছে ও তাদের কথাবার্তা ও আড়ানীর শিক্ষাব্যবস্থা নিয়ে বিভিন্ন মতামত খুব গুরুত্বের সাথে নিয়েছে।এই জন্যে তারা খুবই অভিভূত হয়েছে ।
আগামীতেও এরকম মাসিক ও বাৎসরিক সভা আয়োজন করলে সবাই উপকৃত হবে শিক্ষাক্ষেত্রের মান উন্নয়নে কাজ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার দাস, আড়ানী ফুলমননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম, আড়ানী ডিগ্রি কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেন, সুবীর সাহা ডাকরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাশেম আলী, আড়ানী মহিলা কলেজের প্রভাষক শাহিনুর রহমান শাহীন, আড়ানী ফুলমননেছা বালিকা বিদ্যালয়ের শ্রী পরিমল কুমার, কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইছাহাক আলী, ইন্টার প্লাস কোচিং আড়ানী শাখার পরিচালক মোঃ আব্দুল কাদির কাফি রনি, ম্যাথ এন্ড ফিজিক্স কেয়ারের রনি কর্মকার এবিসি প্রাইভেট হোমের অমিত কুমার, জাকির আলী, জেবি ইংলিশ একাডেমির জয় কুমার সহ আরো অনেকে।