বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা- ২০২৫ এর অংশ হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাঘা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার টেস্ট, ব্লাড প্রেসার পরিমাপসহ অন্যান্য সেবা এবং বিনামূল্যে ঔষধ সরবরাহের ব্যবস্থা রাখা হয়। এছাড়াও প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মোবাইল থেরাপি ভ্যানের ব্যবস্থা রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার,কৃষিবীদ শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাক্তার আসাদুজ্জামান আসাদ,মেডিকেল অফিসার নয়ন কুমার,মেডিসিন বিশেষজ্ঞ রওশন কবির,ডাক্তার সাইফুল ইসলাম (কার্ডিলজি)স্নেমো ও সেস্বাসেবী,সাংবাদিক, প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমানের, পল্লী সঞ্চয় কর্মকর্তা মনিরুল ইসলাম এবং কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী।