বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা বাজারের একটি ব্যস্ত সড়ক, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ এবং যানবাহনের চলাচল ঘটে। বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কটির দুই পাশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সেখানে পানি জমে থাকতো, ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো, ইতোমধ্যে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
এই সমস্যার সমাধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়নের নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছ। বাউসা ইউনিয়নের আমীর জনাব আয়নাল হক সরাসরি উপস্থিতি ও পরামর্শে কাজটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে শেষ হয়।
আরো উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইলিয়াস আলী এবং ছাত্রশিবিরের অন্যতম সাবেক নেতা মোঃ মারুফ আহম্মেদ।
স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।