রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের জুলাই দ্রোহ মিছিল

0
18
জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে ইসলামি ছাত্রশিবিরের জুলাই দ্রোহ মিছিল।

রাজশাহী প্রতিনিধি:জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে ইসলামি ছাত্রশিবিরের জুলাই দ্রোহ মিছিল।

জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মাদ ইবরাহীম ,জেলা সভাপতি রুবেল আলী।

কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মাদ ইবরাহীম বলেন, “জুলাইয়ের যারা খুনি, তাদের যদি কেউ প্রশ্রয় দিতে চায়, তবে বাংলার মাটিতে সেই দালালদেরও বিচার করা হবে। কোনো দালালের ঠিকানা এই বাংলার মাটিতে হবে না। কোনো চাঁদাবাজেরও জায়গা এই মাটিতে হবে না।

জেলা সভাপতি রুবেল আলী বলেন, “জুলাই গণহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও বিচার শুরু না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার সম্পন্ন করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে সারা বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানার আহ্বান জানান।

এসময় শিবির নেতারা কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং আগামী দিনেও ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here