বাঘায় ১২ বছরের মাদ্রাসা ছাত্র মারুফের আত্নহত্যা

0
207
প্রতীকী ছবি:বাঘায় ১২ বছরের মাদ্রাসা ছাত্র মারুফের আত্নহত্যা।

বাঘা,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলাধীন চক রাজাপুর ইউনিয়নের  চর এলাকায় ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রের আত্নহত্যা করেছে।

শনিবার(১৫ মার্চ)  দুপুর ১২ টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়ন চার এলাকায় পলাশীফতেপুর গ্রামের মারুফ (১২) নামের মাদ্রাসা ছাত্র নিজ বাড়ীতে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। তথ্য সূত্রে জানা যায়, শনিবার সকালে ১১ টার সময় মারুফ মাদ্রাসায় কাউকে না জানিয়ে নিজ বাড়ীতে চলে আসে। মাদ্রাসায় ঠিকমত পড়াশোনা না করে বাড়ীতে চলে আসার জন্য মারুফের পরিবারের লোকজন বিভিন্ন কথা বলার অভিমানে সে এই ঘটনা ঘটিয়েছে। মারুফ নিজ বাড়ীর টিনের চালার কাঠের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেছে।

মারুফ ইসলাম (১২)চকরাজাপুর ইউপির  পলাশীফতেপুর গ্রামের মোঃশামরুল ইসলামের ছেলে।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান জানান, এবিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় মৃত দেহটি তার পরিবারের কাছে রয়েছে।থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here