বাগাতিপাড়ায় পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
16
বাগাতিপাড়ায় পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষির অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে“পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প” এর আওতায় উঠান বৈঠক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্র্যাক ব্যাংক পিএলসি আয়োজনে উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে কৃষি অফিসার কৃষিবিদ ড. ভবসিন্ধু রায় সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক (পিআরএল) কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উম্মে ছালমা আকতার এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ কামরুল ইসলাম।

উক্ত সভায় কৃষি ও কৃষকের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে ব্যাংকিং সহায়তা সহ আয় বর্ধক কর্মকান্ড বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here