বাঘায় সেবা ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যু

0
49
বাঘায় সেবা ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যু।

বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলা সদরে অবস্থিত সেবা ক্লিনিকে ভুল অপারেশনে এক মহিলার মৃত্যু হয়েছে। উল্লেখ্য বাঘা উপজেলার সদরে বাঘা থানা গেটে অস্বাস্থ্যকর পরিবেশে একদিকে কোচিং সেন্টার অন্যদিকে সেবা ক্লিনিক এন্ড ডায়াসনস্টিক সেন্টার। ক্লিনিক মালিকের নিযোয়িত দালারের মাধ্যমে রোগী ধরে এনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও অপারেশন করে থাকে। গত শুক্রবার বাঘা পৌর এলাকার উত্তর মিলিক বাঘা গ্রামের খরসেদ আলীর স্ত্রীর মালেকা বেগম (৬০) কে রাত ২ ঘটিকার দিকে জড়ারুর লাড়ি অপারেশন করেন।

অপারেশন করার পর থেকেই রোগী ছটফট করতে থাকে, রোগী ছটফট করতে থাকলেও ক্লিনিক কর্তৃপক্ষের তেমন কোন গুরুত্ব ছিলো না। ছটফট করা অবস্থায় রোগীটি ভোরের দিকে মারা গেলেও ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর অবিভাবককে মৃত্যুর খবর না জানিয়ে রোগীকে অক্সিজেন দিয়ে মৃত্যুর ৩-৪ ঘন্টা পরে রোগীকে রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তখন রোগীর অবিভাবক রা জানতে পারে তাদের রোগী প্রায় ৩ ঘন্টা আগে মৃত্যু বরন করেছে।

এনিয়ে স্থানীয় জনগণের মধ্যে চমর উত্তেজনা বিরাজ করলে ক্লিনিকের দায়িত্বশীলগণ সবাই পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন আরেকটি রোগীকে বেরকরে দিয়ে ক্লিনিকে তালা লাগিয়ে দেয়। পরে বাঘা থানার এস আই রবিউল ইসলাম বিএনপির নেতা মুখলেছুর রহমান মকুল, হিরাউল ইসলাম সহ অনেকেই উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

এব্যাপারে মোবাইল ফোনে ক্লিনিকের মালিক জিল্লুর রহমানের সাথে কথা বল্লে তিনি বলেন আমি রাত্রি ২টার দিয়ে রোগীকে অপারেশন করে রাত ৩ টায় ঢাকায় এসেছি, তখন রোগীর পরিস্থিতি ভালোই ছিলো, পরবর্তী রোগী কীভাবে মারা গেলে বিষয়টি আমি জানি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here