এম ইসলাম দিলদার বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা ও পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক সভা-সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ এপ্রিল ২০২৫) সকাল সারে ১১ টায় উপজেলা সেমিনার কক্ষে ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ এবং আইন বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
আলোচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই আইন বাস্তবায়নে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তারা।
একই স্থানে উক্ত আলোচনায় শেষে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুরজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সফিউল্লাহ সুলতান, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আমজাদ হোসেন খান, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নির্বাচন অফিসার গোলাম আযম,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তফি।
বাঘা উপজেলার জামায়াতে ইসলামী সভাপতি আঃকু্দ্দুস, সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন নুহু,সাবেক আমির অধ্যাপক সাইফুল ইসলাম, শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আঃরহমান এছা, প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ, উপজেলার সকল প্রেসক্লাবের সাংবাদিকগণ,উপজেলা মহিলা নেত্রী শিরানা আক্তার শাপলাসহ বাঘা বাজার,নারায়নপুর বাজার,আমচত্তর মোড় বাজারসহ সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।