বাঘায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী

0
292
বাঘায় সৎ ভাইয়ের হাতে খুন সাদেক আলী।

বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী নামের আর এক ভাই।উপজেলাধীন বাজুবাঘা ইউনিয়নের নওটিকা আরিফপুর এলাকায় এঘটনা ঘটেছে।

অদ্য ১৪/০৫/২৪ ইং তারিখ রাত্রি আনুমানিক ১২ ঘটিকার দিকে মোঃ সাদেক আলী (৪৫) পিতা মৃত মোহাম্মদ সাং নওটিকা আরিফপুর কে সৎ ভাই মোঃ কামাল হোসেন (৫০) পিতা দুখু মন্ডল হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় সূত্রে,নিহত সাদেক ও কামাল হোসেন একই মায়ের সন্তান পিতা আলাদা ২জন বলে জানা যায়।রাতেই বাঘা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে এসেছেন।উক্ত ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য তিনজনকে পুলিশ আটক করেছে। আটকৃতরা হলেন, ১।মোহাম্মদ মেহেদী হাসান (১৯) পিতা কামাল মন্ডল ২।মোসাঃ চায়না বেগম (৪০)স্বামী মোঃকামাল হোসেন ৩।মোসাঃ সফেদা বেগম স্বামী মোহাঃমিনারুল ইসলাম সর্ব সাং নওটিকা আরিফপুর থানা বাঘা, রাজশাহী। অভিযুক্ত কামাল হোসেন দুর্ধর্ষ ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নামে হত্যা মামলা সহ ডাকাতি মামলা রয়েছে। একাধিক বার জেল খেটেছে বলেও জানা যায়।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন,লাশ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।হত্যা ঘটনায় আমরা ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তথ্য উপাত্তের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here