নিজেস্ব প্রতিনিধি (নাটোর) ঃ নাটোরের বাগাতিপাড়ায় একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তমালতলা বাজারে অবস্থিত ‘ভাই-ভাই স্টোরে’ এই চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক বাদশা আলী উপজেলার কুটিবাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা বাদশা আলী দাবি করেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বুধবার সকালে এসে দেখেন, দোকানের পেছনের টিনের নিচে দেওয়ালের কয়েকটি ইট খোলা। ওই স্থান দিয়ে চোর ঢুকে লক্ষাধিক টাকা ও মালামাল নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চত করে বাজার কমিটির সভাপতি ইনতাজ আলী বলেন, বাজারে নৈশপ্রহরী থাকার পরেও চুরির ঘটনা উদ্বেগজনক, বিষয়টি খতিয়ে দেখা হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আকতারী।