রাজশাহী জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ বাঘা থানার এসআই আঃ মালেক

0
193
রাজশাহী জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ বাঘা থানার এসআই আঃ মালেক।

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ অপরাধ দমন ও গ্রেফতারি পরওয়ানা ও মাদক উদ্ধারে রাজশাহী জেলার ১৮ বার ও ৭ম বার রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন বাঘা থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল মালেক।

রাজশাহী পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় গত বৃহস্পতিবার ২০ মার্চ-২০২৫ এ বেস্ট এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ওভার অল পারফরমেন্স) মনোনীত হয়েছেন আব্দুল মালেক। জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম স্যার এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন জেলায় ১৮ তম ও রেঞ্জের ৭ম বারের শ্রেষ্ঠ এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল মালেক।

বিগত বছরেও এএসআই আঃমালেক জেলায় ১৭ বার ও রেঞ্জে ৬ বার শ্রেষ্ঠ অফিসারের পুরস্কৃত হয়েছেন।

শ্রেষ্ঠ এএস আই আব্দুল মালেক বলেন, আমাকে ১৮তম বারের মতো রাজশাহী জেলার এবং আজ দিয়ে ৭ম বার রেঞ্জের শ্রেষ্ঠ এএস আই নির্বাচিত করায় পুলিশ সুপার ফারজানা ইসলাম মহাদোয় ও বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান স্যারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে অপরাধ দমনে সকলের সহায়তা কামনা করছি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, এএসআই আঃ মালেক থানা এলাকায় অপরাধ দমনে,মাদক উদ্ধার, গ্রেফতারী পরওয়ানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি রাজশাহী জেলার ও রেঞ্জের শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিন হয়েছে। আমি তার মঙ্গল কামনা করি এবং আশা করছি এ শ্রেষ্ঠত্ব অর্জন অব্যাহত রাখবে।

উল্লেখ্য, এএসআই আঃ মালেক বাঘা থানায় যোগদানের পর থেকেই জেলা পুলিশের মাসিক কল্যানসভায় সঠিক ও নিষ্ঠাবান দায়িত্ব পালনের জন্যই বার বার জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার ২০/৩/২৫ রেঞ্জের ও জেলার শ্রেষ্ঠ এএসআই হওয়াতে ২টি পুরস্কার পেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here