বাঘার আড়ানীতে ইসরাইলের বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন

0
186
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় নিন্দা ও প্রতিবাদ স্বরূপ আড়ানী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের তালতালা মোড় সংলগ্ন রাস্তাতে ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা।

দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে ।
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে উক্ত মানব বন্ধনে যুক্ত হয় আড়ানী পৌর বিএনপির সভাপতি জনাব তোজাম্মেল হক সহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here