বাঘায় ইসরাইলের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

0
133
গাজায় গণহত্যার প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল।

বাঘা উপজেলা প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে আগামীর বাঘা ফেসবুক গ্রুপ এবং ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ছাত্র, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রণি পেশার মানুষ অংশ নেন।

সকাল ১১টায় বাঘার আম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘার সড়কে প্রদক্ষিণ করে। এর পরবর্তিতে শাহদৌলা ডিগ্রী কলেজ গেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলকারীরা ইজরায়েল ও ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান। একই সময় জেলার বিভিন্ন উপজেলয়াও ইজরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here