বাঘা প্রতিনিধি: অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য পঞ্চম বারের মতো রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন বাঘা থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আব্দুল মালেক।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় গত আগস্টের মূল্যায়নে পুলিশ সুপার ফারজানা ইসলাম এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
পুরস্কার প্রাপ্তির পর এএসআই আব্দুল মালেক বলেন, “আমাকে জেলার শ্রেষ্ঠ এএসআই এ সম্মাননায় ভূষিত করায় পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম মহোদয় এবং বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। থানা এলাকায় অপরাধ দমনে, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।
বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান বলেন, আমাদের থানার এএসআই আব্দুল মালেক ধারাবাহিকভাবে ওয়ারেন্ট তামিলে অসাধারণ সাফল্য দেখিয়ে আসছেন। পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ্যত্ব এ অর্জন বাঘা থানার জন্য গর্বের বিষয়। আশা করি তিনি ভবিষ্যতেও এই শ্রেষ্ঠত্ব ধরে রাখবেন।