বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও বিবিধ সরঞ্জামাদি উদ্ধার

0
70
ছবি: সংগ্রহীত:বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও বিবিধ সরঞ্জামাদি উদ্ধার।

ঢাকা প্রতিনিধি: ০৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, গতকাল সন্ধ্যায় ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার কাজী হারুন কমপ্লেক্স এ বোয়ালমারী আর্মি ক্যাম্প এর নেতৃত্বে যৌথবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, বিবিধ সরঞ্জামাদি ও মাদকদ্রব্য উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের পরিচালিত এ যৌথ অভিযানে মার্কেটের তৃতীয় তলায় “পুল ক্লাব” হতে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি এয়ার গান, ২টি ওয়াকি টকি সেট, একটি ট্যাক্টিকাল দূরবীন, কিছু পরিমাণ গাজাসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, উক্ত মার্কেটের মালিকের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ এই অস্ত্র সমূহ ও সরঞ্জামাদির মূল মালিক। ইতিপূর্বে, উক্ত ব্যক্তি একাধিকবার মাদক মামলার আসামি হয়ে পুলিশের কাছে আটক হয়েছে। বর্তমানে সে পলাতক অবস্থায় রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের কেয়ারটেকার রেজাউল করিম-কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে সকলকে আহ্বান জানানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here