নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

0
51
নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি: তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সভায় সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, বিএমএ নওগাঁর সভাপতি ইসকেন্দার হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যান্যরা।

বক্তারা ধূমপানের ক্ষতিকর প্রভাব উল্লেখ করে তামাক নিয়ন্ত্রকণ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here